west bengal psc food si practice set-02 2023 |ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-02


WBPSC Food SI Practice Set 02 – চলতি বছরে কয়েক মাস আগে এ রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আর ইতিমধ্যে সকল পরীক্ষার্থী চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। wb Food SI পরীক্ষার জন্য এখনো যারা প্রস্তুতি নেওয়া শুরু করেনি তাদের সুবিধার্থে এই পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একত্রে সেট রূপে সাজানো হয়েছে। 

ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 02)

 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির প্র্যাকটিস সেট নিয়মিত এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ মোট ১৫ টি প্রশ্ন রয়েছে। চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের নীচে সঠিক উত্তর দেওয়া হয়েছে।


WBPSC Food SI Practice Set 02
WBPSC Food SI Practice Set 02

১) ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?

[A] জয়সলমীর

[B] ভরতপুর

[C] মাকরানা

[D] যোধপুর


Answer- [C] মাকরানা


২) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বসবাসকারী উপজাতিরা কোন জাতির অন্তর্ভুক্ত?

[A] নেগ্রোয়েড

[B] ককেশয়েড

[C] মঙ্গোলয়েড

[D] অস্ট্রালয়েড


Answer – [A] নেগ্রোয়েড


৩) ব্রিমস্টোন কী?

[A] কোয়ার্টজ

[B] সালফার

[C] নাইমস্টোন

[D] জিপসাম


Answer – [B] সালফার


৪) কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন?

[A] ঔরঙ্গজেব

[B] বাবর

[C] আকবর

[D] শাহজাহান


Answer – [B] বাবর


৫) পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী?

[A] রূপান্তরিত শিলা

[B] স্তরীভূত শিলা

[C] পাললিক শিলা

[D] আগ্নেয় শিলা


Answer – [D] আগ্নেয় শিলা


৬) দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার টি হল

[A] পূর্বা

[B] দক্ষিণ গঙ্গোত্রী

[C] মৈত্রী

[D] জাহ্নবী


Answer – [D] দক্ষিণ গঙ্গোত্রী


৭) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

[A] লাক্ষাদ্বীপ

[B] আইসল্যান্ড

[C] গ্রিনল্যান্ড

[D] ইংল্যান্ড


Answer – [C] গ্রিনল্যান্ড


৮) কিতাব-উল-হিন্দ কার রচনা?

[A] আলবিরুনী

[B] সুলেমান

[C] ফিরদৌসি

[D] আল মাসুদি


Answer – [A] আলবিরুনী


৯) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন

[A] সৈয়দ আমির আলী

[B] মহম্মদ শেখ আবদুল্লা

[C] মহম্মদ আলী জিন্না

[D] লর্ড মাউন্টব্যাটেন


Answer – [C] মহম্মদ আলী জিন্না


১০) কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

[A] সিংভূম

[B] রাজমহল পাহাড়

[C] খান্দেশ

[D] মেদিনীপুর


Answer- [B] রাজমহল পাহাড়


১১) ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়?

[A] 1964

[B] 1979

[C] 1987

[D] 1954


Answer – [A] 1964


১২) বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে?

[A] 30 বছর

[B] 33 বছর

[C] 40 বছর

[D] 45 বছর


Answer – [A] 30 বছর


১৩) সংবিধানের অষ্টম তফশিলের আলোচ্য বিষয় হল

[A] আঞ্চলিক ভাষাসমূহ

[B] নির্দেশমূলক নীতিসমূহ

[C] মৌলিক অধিকার


Answer – [A] আঞ্চলিক ভাষাসমূহ


১৪) পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে

[A] গ্রাম পঞ্চায়েত

[B] পঞ্চায়েত সমিতি

[C] জেলা পরিষদ

[D] গ্রাম সভা


Answer – [C] জেলা পরিষদ


১৫) নিম্নলিখিত কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়?

[A] নির্বাচন কমিশন

[B] যোজনা কমিশন

[C] কেন্দ্রীয় লোকসেবা আয়োগ

[D] অর্থ কমিশন


Answer – [B] যোজনা কমিশন


আরও পড়ুন:-ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-01Tags