WBPSC Food SI Practice Set in Bengali 03
যেসব পরীক্ষাথী ২০২৩ সালের WBPSC FOOD SUB-INSPECTOR পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই পোস্টে গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন-উত্তর আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করেছি।আশা- করি এই প্রাকটিস গুলি নিয়মিত অধ্যায়ন করার মাধ্যমে GK বিষয়ভিত্তিক জ্ঞান আরও বৃদ্ধি পাবে এবং যার ফল স্বরূপ আসন্ন WBPSC FOOD SI 2023 পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। তাই অযথা সময় নষ্ট না করে ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-03 খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
WBPSC Food SI Practice Set in Bengali |
➤১) ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন?
[A] মিশ্র অর্থনীতি
[B] গান্ধীবাদী অর্থনীতি
[C] সমাজতান্ত্রিক অর্থনীতি
[D] মুক্ত অর্থনীতি
Answer- [A] মিশ্র অর্থনীতি
➤২) ‘নীলদর্পণ’ -এর রচয়িতা হলেন-
[A] দীনবন্ধু মিত্র
[B] বিপিনচন্দ্র পাল
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] গিরিশচন্দ্র ঘোষ
Answer – [A] দীনবন্ধু মিত্র
➤৩) যখন চাপ বৃদ্ধি পায়, তখন বরফের গলনাঙ্ক-
[A] বরফের অশুদ্ধির উপর নির্ভর করে
[B] হ্রাস পায়
[C] বৃদ্ধি পায়
[D] পরিবর্তিত হয় না
Answer – [B] হ্রাস পায়
➤৪) পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল-
[A] কৃষ্ণা
[B] পেন্নার
[C] কাবেরী
[D] গোদাবরী
Answer – [D] গোদাবরী
➤৫) ব্রিমস্টোন কী?
[A] নাইমস্টোন
[B] কোয়ার্টজ
[C] সালফার
[D] জিপসাম
Answer – [C] সালফার
➤৬) ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসেবে কোন দিনটি পালন করা হয়?
[A] সেপ্টেম্বর 16
[B] সেপ্টেম্বর 21
[C] সেপ্টেম্বর 25
[D] সেপ্টেম্বর 17
Answer – [A] সেপ্টেম্বর 16
➤৭) গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয় ?
[A] লক্ষ্ণৌ
[B] এলাহাবাদ
[C] হরিদ্বার
[D] বারানসী
Answer – [A] লক্ষ্ণৌ
➤৮) হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?
[A] ভুটান
[B] সিমলা
[C] দেরাদুন
[D] শ্রীনগর
Answer – [B] সিমলা
➤৯) পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি ?
[A] আলফা সেনটাউরি
[B] স্বাতী
[C] লুব্ধক
[D] সাইরাস
Answer – [A] আলফা সেনটাউরি
➤১০) গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন-
[A] কুন্দপুরে
[B] সারনাথে
[C] পিলাবস্তুতে
[D] কুশিনগরে
Answer – [D] কুশিনগরে
➤১১) ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত ?
[A] ৫৫বছর
[B] কোন উর্ধ্বসীমা নেই
[C] ৬২ বছর
[D] ৬০ বছর
Answer – [B] কোন ঊর্ধ্ব সীমা নেই
➤১২) বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রে অন্তর্গত?
[A] প্রতিরক্ষা
[B] প্রাইভেট সেক্টর
[C] কর্পোরেট সেক্টর
[D] নগর উন্নয়ন
Answer – [A] প্রতিরক্ষা
➤১৩) ক্রুসিফিকেশন’ এই বিখ্যাত চিত্রটি চিত্রকর হলেন-
[A] লিওনার্দো দা ভিঞ্চি
[B] রাফায়েল
[C] সালভাদোর দালি
[D] কোনোটিই সঠিক নয়
Answer – [C] সালভাদোর দালি
➤১৪) টিপু সুলতানের রাজধানী ছিল?
[A] হাম্পি
[B] বেলুর
[C] মাইসোর
[D] শ্রীরঙ্গপত্তনাম
Answer- [D] শ্রীরঙ্গপত্তনাম
➤১৫) নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
[A] তৃতীয় সূত্র
[B] প্রথম সূত্র
[C] দ্বিতীয় সূত্র
[D] কোনোটিই নয়
Answer- [C] দ্বিতীয় সূত্র
➤➤➤আরও পড়ুন:-ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-02