wbpsc food si practice set-01 2023 |ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-01


WBPSC Food SI Practice Set 01 – চলতি বছরে কয়েক মাস আগে এ রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আর ইতিমধ্যে সকল পরীক্ষার্থী চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। wb Food SI পরীক্ষার জন্য এখনো যারা প্রস্তুতি নেওয়া শুরু করেনি তাদের সুবিধার্থে এই পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একত্রে সেট রূপে সাজানো হয়েছে। 

ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 01)

 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির প্র্যাকটিস সেট নিয়মিত এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ মোট ১৫ টি প্রশ্ন রয়েছে। চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের নীচে সঠিক উত্তর দেওয়া হয়েছে।


WBPSC Food SI Practice Set
WBPSC Food SI Practice Set

১) ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন ?

[A] কুষান

[B] মৌর্য

[C] শক

[D] গুপ্ত


Answer – [A] কুষান


২) বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?

[A] টিটিকাকা

[B] ক্যাস্পিয়ান সাগর

[C] মানস সরোবর

[D] সুপিরিয়র

Answer – [B] ক্যাস্পিয়ান সাগর

৩) ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হল-
[A] ক্ষেত্র পঞ্চায়েত
[B] জেলা পঞ্চায়েত
[C] নগর পঞ্চায়েত
[D] গ্রামসভা

Answer – [D] গ্রামসভা

৪) পেঁয়াজ হলো রূপান্তরিত-
[A] পাতা
[B] ফল
[C] কান্ড
[D] মূল

Answer – [C] কান্ড

৫) স্থানান্তর কৃষি কোন রাজ্যে দেখা যায় না ?
[A] ওড়িশা
[B] আসাম
[C] পশ্চিমবঙ্গ
[D] অন্ধ্রপ্রদেশ

Answer – [D] পশ্চিমবঙ্গ

৬) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
[A] পশ্চিমবঙ্গ
[B] মনিপুর
[C] অসম
[D] ছত্রিশগড়

Answer – [C] অসম

৭) পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ কি ?
[A] চীনেবাদাম
[B] আলু
[C] শালগম
[D] গাজর

Answer – [B] আলু

৮) সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হল-
[A] অ্যান্থ্রাসাইট
[B] লিগনাইট
[C] পিট
[D] বিটুমিনাস

Answer – [A] অ্যান্থ্রাসাইট

৯) ‘পৃথিবীর কফিপাত্র’ বলা হয় কাকে?
[A] আর্জেন্টিনা
[B] চিলি
[C] ব্রাজিল
[D] কিউবা

Answer – [C] ব্রাজিল

১০) গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়?
[A] বরাহমিহির
[B] উপগুপ্ত
[C] চরক
[D] আর্যভট্ট

Answer- [D] আর্যভট্ট

১১) গ্রীনপার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
[A] বেঙ্গালুরু
[B] চন্ডিগড়
[C] কানপুর
[D] দেরাদুন

Answer – [C] কানপুর

১২) ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে?
[A] রাষ্ট্রপতি
[B] কেন্দ্রীয় মন্ত্রীসভা
[C] সংসদ
[D] সুপ্রিম কোর্ট

Answer – [D] সুপ্রিম কোর্ট

১৩) সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
[A] এস জয়শঙ্কর
[B] অজিত দোভাল
[C] রঞ্জন মাথাই
[D] নিরুপমা রাও

Answer – [A] এস জয়শঙ্কর

১৪) লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত?
[A] 13
[B] 27
[C] 15
[D] 22

Answer – [C] 15

১৫) ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়?
[A] রাষ্ট্রপতি
[B] লোকসভা
[C] বিচার বিভাগ
[D] সংসদ

Answer – [D] সংসদ
 

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে:- ক্লিক করুন


Tags