8th June 2023 Current Affairs In Bengali | ৮ ই জুন ২০২৩ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs MCQ-2023: Chakrir Notice এ স্বাগতম। চাকরিপ্রার্থীরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তারা কারেন্ট অ্যাফেয়ার্স এই বিভাগে ভালো প্রস্তুতি নিতে পারে তারই উদ্দেশ্য Chakrir Notice বাংলায় Current Affairs এর MCQ দিচ্ছে। এখানে আপনি RAIL,BANK,WBP,WBPSC,WBCS,SSC,LIC,DRDO সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর পাবেন,যা আপনার ঞ্জান বাড়াতে ও পরীক্ষায় সফল হতে সাহায্য করবে।


vision current affairs

Current Affairs MCQ-2023

Q.1.জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
A. এস রাজু 
B.জনার্দন প্রসাদ
C.অমরেন্দ্র অমরেন্দ্র প্রকাশ
D.এস সোমনাথ

Ans:- [B] জনার্দন প্রসাদ

Q.2.কোন রাজ্য সরকার mo Ghara(My Home)নামে নতুন উদ্যোগ শুরু করলো?
A.পশ্চিমবঙ্গ
B.পাঞ্জাব
C.বিহার 
D.ওড়িশা

Ans:- [D]ওড়িশা

Q.3.বিশ্ব আবহাওয়া সংস্থার(WMO) প্রথম মহিলা মহাসচিব হিসেবে কে নিযুক্ত হয়েছে?
A.ননী গুপ্তা
B.রেখা শর্মা
C.সিমা বাহাউস
D.সিলেস্তে সাউলো

Ans:-[D] সিলেস্তে সাউলো

Q.4. নিন্মের কে সম্প্রতি সুরিনামের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন?
A.নরেন্দ্র মোদী
B.দ্রৌপদী মুর্ম
C.ভেঙ্কাইয়া নাইডু
D.জগদীপ ধনখড়

Ans:-[B] দ্রৌপদী মুর্ম

Q.5. কোন দেশের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড সম্প্রতি ভারত সফরে এসেছেন?
A.নেপাল
B.মালদ্বীপ
C.শ্রীলঙ্কা
D.বিহার

Ans:-[A] নেপাল

Q.6.কোন রাজ্যের আরাকু কফি এবং কালো মরিচ জৈব শংসাপত্র পেয়েছে সম্প্রতি?
A.হিমাচল প্রদেশ
B.অন্ধ প্রদেশ
C.তামিলনাড়ু
D.আসাম

Ans:-[D] অন্ধ প্রদেশ

Q.7.কে সম্প্রতি ইউকো ব্যাঙ্কের নতুন এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন?
A.দিনেশ কুমার
B.অজয় সিং
C.অশ্বনী কুমার
D.নীরজ রাওয়াত

Ans;-[C] অশ্বনী কুমার

Q.8.কে সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন?
A.সিদ্দারামাইয়া
B.হেমন্ত সোরেন
C.থাওয়ারচাঁদ গেহলৌত
D.প্রমোদ সাওয়ান্ত

Ans:-[A]সিদ্দারামাইয়া

Q.9.সম্প্রতি প্রকাশিত NIRF Ranking 2023 এ বিশ্ববিদ্যালয়ের Ranking এ শীর্ষ?
A.IIT Kanpur
B. JNU Delhi
C. IISC Bengaluru
D. Jadavpur

Ans:-[C] IISC Bengaluru

Q.10.কে সম্প্রতি Vice Chief of the Army Staff হিসাবে দায়িত্ব গ্ৰহণ করেছেন?
A.আর.হরি.কুমার
B.অনিল চৌহান
C.মনোজ কুমার
D.এমভি সুচিন্দ্র কুমার

Ans:-[D]এমভি সুচিন্দ্র কুমার



➤➤➤চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে  যুক্ত হন।
TELEGRAM CHANNEL:- CLICK HERE 

Daily Current Affairs ।। দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স