7th June 2023 Current Affairs In Bengali || ৭ ই জুন ২০২৩ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স


প্রিয় চাকরিপ্রার্থীরা ! দৈনিক "Current  Affairs"  পড়া আপনাকে আরও জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং আপনি আপনার চারপাশে কি ঘটছে এমন সব খবর জানতেও পারবেন। বর্তমানে সরকারী চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ হবে। কারণ এখন সব সরকারি ও বেসরকারি ভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় "কারেন্ট অ্যাফেয়ার্স"এর একটি বিভাগ থাকে। সুতরাং আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মে দেওয়া হলো- 


Daily Current Affairs
O7th June 2023 Current Affairs in Bengali


Q.1.কোন দেশ হেলিকপ্টারের জন্য এশিয়ার প্রথম কর্মক্ষমতা-ভিত্তিক নেভিগেশন প্রদর্শন করেছে?

A. চীন

B. ভারত

C. বাংলাদেশ

D. সিঙ্গাপুর 


Ans:- [B] ভারত


Q.2.সরকারের ঋণ সীমা বাড়ানোর জন্য কোন দেশ 'ডেট সিলিং ডিল' অনুমোদন করেছে?

A. ভারত

B. শ্রীলঙ্কা

C. USA

D. আফগানিস্তান


Ans:- [C] USA


Q.3.সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য সরকারগুলিকে প্রতি বছর তাদের বাজেট বিধানসভার সামনে পেশ করতে হয়?

A. অনুচ্ছেদ 51

B. ধারা 101

C. অনুচ্ছেদ 202

D. অনুচ্ছেদ 303


Ans:- [C] অনুচ্ছেদ 202


Q.4.কাফু ন্যাশনাল পার্ক (KNP) যেটি খবরে দেখা গেছে, সেটি কোন দেশে অবস্থিত?

A. জাম্বিয়া

B. লাটভিয়া

C. মিশর

D. চিলি


Ans:- [A] জাম্বিয়া


Q.5.কোন দেশ 'প্রসূতি ফিস্টুলা কৌশলগত পরিকল্পনা' উন্মোচন করেছে?

A. ভারত

B. জাম্বিয়া

C. মালয়েশিয়া

D. জাপান


Ans:- [B] জাম্বিয়া 


Q.6.কে সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসাবে শপথ নিলেন ?

A.এস সোমনাথ 

B.সুরেশ এন প্যাটেল 

C.প্রবীণ কুমার শ্রীবাস্তব 

D.সঞ্জয় কোটারি কোঠারি 


Ans:- [C] প্রবীণ কুমার শ্রীবাস্তব 


Q.7.প্রতিবছর কত তারিখে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)?

A.৫ই সেপ্টেম্বর 

B.৫ই নভেম্বর 

C.৫ই জুন 

D.৫ই জানুয়ারী


Ans:- [C] ৫ই জুন 


Q.8.মমিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ?

A.কলকাতা

B.কেরালা

C.মাদ্রাজ

D.হিমাচল প্রদেশ


Ans:- [D] হিমাচল প্রদেশ


Q.9.নিম্নের কোনটি উত্তর ভারতের প্রধান পাওয়ার হাব হয়ে উঠবে?

A. কাঠুয়া

B.লাদাখ

C.দ্রাস

D.কিস্তওয়ার


Ans:- [D] কিস্তওয়ার


Q.10.কে সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড(SAIL) এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন?

A.এস সোমনাথ

B.রাহুল কুমার

C.অমরেন্দু প্রকাশ

D.রবীন কুমার


Ans:- [C] অমরেন্দু প্রকাশ

পরের পর্ব পড়ুন:- ৮ই জুন ২০২৩ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স



➤➤➤চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে  যুক্ত হন।

TELEGRAM CHANNEL:- CLICK HERE


Daily Current Affairs ।। দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স